Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ছত্রিশগড়ে প্রশংসিত ‘ত্রিশূল’


৩ জানুয়ারি ২০২০ ১৩:১৪

ভারতের ছত্রিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভাল ২০১৯’। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও আইসিসিআরের আমন্ত্রণে এতে অংশগ্রহন করে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিশূল’।

উৎসবটি অনুষ্ঠিত হয় গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর। এতে নৃত্যের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরে ‘ত্রিশূল’। তাদের এ পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

বিশ্বের ৬টি দেশ ও ভারতের ২৪টি রাজ্যের বিভিন্ন আদিবাসী  সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে উৎসবটিতে। এতে উপস্থিত ছিলেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

‘ত্রিশূল’ প্রতিষ্ঠাতা তৃণা মজুমদা এ প্রসঙ্গে বলেন, ‘মূলত আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশেকে তুলে ধরাই ছিলো আমাদের প্রধান উদ্দেশ্য। আমাদেরকে এধরনের একটি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলি ও আইসিসিআরকে জানাই কৃতজ্ঞতা।’

ত্রিশূল ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভাল ২০১৯ ভারতীয় হাইকমিশন ভূপেশ বাগেল রাহুল গান্ধী রিভা দাস গাঙ্গুলি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর