ওবামার পছন্দের তালিকায় ভারতীয় শিল্পীর গান
১ জানুয়ারি ২০২০ ১৮:৩৬ | আপডেট: ১ জানুয়ারি ২০২০ ১৯:০৪
সঙ্গীত পিপাসু এবং মুভি লাভার হিসেবে সুনাম আছে সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার। যখন রাষ্ট্রপতির গুরু দায়িত্ব সামলেছেন তখন ফুসরত পেলেই গান শুনতেন, ছবি দেখতেন। এখনতো অবসরের পরিমাণ বেড়েছে। গান-ছবির পেছনে ভালো সময়ই দিতে পারেন তিনি।
সেই ওবামা নিজের টুইটার একাউন্টে একটি তালিকা প্রকাশ করেছেন। ২০১৯ সালের তার প্রিয় গানের তালিকা। মজার বিষয় হচ্ছে ওবামার সেই ছোট্ট তালিকায় আছেন একজন ভারতীয় সঙ্গীতশিল্পীও। ভারতীয় সংগীতশিল্পী প্রতীক কুহাদের গাওয়া ইংরেজি গান ‘কোল্ড/মেস’ আছে সাবেক মার্কিন রাষ্ট্রপতির পছন্দের গানের তালিকায়।
ওবামা তার দেওয়া তালিকায় ৩৫টি গানের নাম প্রকাশ করেছেন। তালিকার প্রথমেই আছে রক লিজেন্ড ব্রুস স্প্রিংস্টিনের ‘হ্যালো সানশাইন’, মিগুলের ‘শো মি লাভ’ এবং ব্লাক আইড পিস ব্যান্ডের ‘গো’।
প্রায় সব ধরণের গানই আছে ওবামার তালিকায়। তারমধ্যে প্রতীক কুহাদের ‘কোল্ড/মেস’ আছে ২২ নম্বরে। ওবামার পছন্দের গানে নিজের গানের নাম আছে জেনে দারুন উচ্ছ্বসিত দিল্লীর গায়ক প্রতীক।
আপ্লুত প্রতীক বলেন, ‘অবিশ্বাস্য ব্যাপার। মনে হচ্ছেনা রাতে আমার ঘুম হবে। আমি জানিনা কিভাবে আমার গান ওবামার কাছে পৌঁছালো। তবে যা ঘটেছে তারচেয়ে ভালো কিছু হতে পারেনা।’
এর আগে বারাক ওবামা তার পছন্দের সিনেমা এবং টেলিভিশন শোয়ের তালিকা প্রকাশ করেছেন।