Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্কুলগার্ল’ দীপিকা


১ জানুয়ারি ২০২০ ১৭:৩১

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বর্তমান বয়স ৩৩। স্কুলজীবন পেরিয়েছেন সেই কবেই। কিন্তু সবার মনেই তো এমন বাসনা থাকে, ইস! যদি আবার ফিরে যেতে পারতাম অতীতে।
দীপিকার সেই বাসনা পূর্ণ হয়েছে। তবে সেটা বাস্তবে না। পর্দায়। ‘ছাপাক’ ছবিতে ‘স্কুলগার্ল’ হিসেবে দেখা যাবে দীপিকাকে।

সম্প্রতি ‘বলিউড এক্সপ্রেশন’ নামের একটি ইনস্টাগ্রাম আইডিতে নীল রঙের জামা, কাঁধে স্কুলব্যাগ- দীপিকার এমন লুকের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটিতে তার পাশে সাদা রঙের স্কুলশার্ট পরিহিত একজন সহ-অভিনেতাকেও দেখা গেছে।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামের ছবিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুহুর্তেই ভাইরাল হয়ে গেছে। দীপিকার ভক্তরা ভেবেছিলেন ‘ছাপাক’-এ তাকে নন-গ্ল্যামারস ছাড়া পাওয়া যাবে না। কিন্তু স্কুলগার্ল দীপিকার ছবি প্রকাশের পর বোঝা গেলো, কিছু সময়ের জন্য হলেও তাকে গ্ল্যামারাস লুকে পাওয়া যাবে ছবিতে।

মেঘনা গুলজার পরিচালিত ‘ছাপাক’-এ দীপিকা পাড়ুকোন একজন এসিড আক্রান্ত নারীর ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে দীপিকার নাম মালতি। ছবিটি লক্ষ্মী আগারওয়াল নামে একজন এসিড আক্রান্ত নারীর জীবনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে।

সম্প্রতি ভারতীয় সেন্সর বোর্ড ছবিটিকে ‘ইউ’ সার্টিফিকেট দিয়েছে কোন প্রকার কাটঁছাট ছাড়া। ‘ছাপাক’ মুক্তি পাবে আসছে ১০ জানুয়ারি।

ছাপাক দীপিকা পাডুকোন মেঘনা গুলজার স্কুল গার্ল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর