আবারও বদলালো শাকিবের ছবির নাম
৩০ ডিসেম্বর ২০১৯ ১৯:০০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৯:০৫
শাকিব খানের ছবির ক্ষেত্রে সাধারণত এ ধরনের ঘটনা ঘটে না। ঘটলেও হয়তো এক ছবির নাম একবার পরিবর্তন হয়। তবে পরিচালক শাহীন সুমন শাকিব খানকে নিয়ে বানানো একটি ছবির নাম দুইবার বদলালেন।
প্রথমে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামে ছবিটির মহরত হয়। পরবর্তীতে নাম অনেক বড় হয়ে যায় এই কারণে সংক্ষিপ্ত করে রাখা হয় ‘একটু প্রেম দরকার’।
সম্প্রতি আবার পরিবর্তন এলো নামে। এবার একেবারে তিন শব্দ থেকে এক শব্দের নামে চলে এসেছেন পরিচালক শাহীন সুমন। দ্বিতীয়বারের মত পরিবর্তন করে ছবির রেখেছেন ‘ক্রিমিনাল’।
কেন বারবার ছবির নাম বদলানো হচ্ছে? এমন প্রশ্ন করা হয় ছবির পরিচালকদ্বয় শাহীন সুমনকে। জবাবও দেন তারা- ‘প্রতিবারই যৌক্তিক কারণে আমরা ছবির নাম পরিবর্তন করেছি। এবারও এর ব্যতিক্রম না। ছবির কাহিনি ও অন্যান্য বিষয়াদি বিবেচনায় নিয়ে মনে হয়েছে ক্রিমিনাল নামটিই এই ছবির জন্য উপযুক্ত।’
‘ক্রিমিনাল’-এ শাকিব খানের নায়িকা বুবলি। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে বলে পরিচালকসূত্রে জানা গেছে। আগামী বছরের যেকোন বড় উৎসবে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।