Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপিকার বয়ানে শাহরুখের অন্য রূপ


৩০ ডিসেম্বর ২০১৯ ১৮:৪৫

এক দশক আগে দীপিকা পাড়ুকোনের অভিষেক হয়েছিলো শাহরুখ খানের হাত ধরে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। এরপর বলিউড বাদশার সাথে দীপিকা কাজ করেন ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এ। শাহরুখের সঙ্গে কাজ করতে গিয়ে কিং খানের মানবিক দিকগুলো অনেক ভালোভাবে জানার সুযোগ পেয়েছে দীপিকা।

শাহরুখ এসিড আক্রান্তদের নিয়ে কাজ করা ‘মেরি ফাউন্ডেশন’কে সম্প্রতি সহায়তা করেছেন। তবে দীপিকা জানালেন, শাহরুখ এর আগেও এসিড আক্রান্তদের নানাভাবে সাহায্য করেছেন।

বিজ্ঞাপন

দীপিকা বলেন, ‘চেন্নাই এক্সপ্রেস’ বা ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিংয়ের সময় আমি ঠিক মনে করতে পারছি না। তবে এই দুই ছবির যে কোনোটার শুটিংয়ে সময় তিনি দেখেছেন, এসিড আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ।  অনেকটা নীরবেই তাদের আর্থিক সহায়তাসহ নানাভাবে সাহায্য করছিলো শাহরুখ। এবং শাহরুল চাচ্ছিলো না কোনোভাবেই ব্যাপারটা অন্যরা জানুক।

সম্প্রতি ‘ছাপাক’-এ এসিড আক্রান্ত একজন নারীর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। মেঘনা গুলজার পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২০ জানুয়ারি।

অ্যাসিড আক্রান্ত চেন্নাই এক্সপ্রেস ছাপাক দীপিকা পাডুকোন শাহরুখ খান হ্যাপি নিউ ইয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর