Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ বছর পর ফিরছেন রমেশ সিপ্পি


৩০ ডিসেম্বর ২০১৯ ১৪:৫০

বলিউডের ইতিহাসে রেকর্ড সৃষ্টিকারী ছবি ‘শোলে’। ছবিটি বাংলাদেশেও ‘দোস্ত দুশমন’ নামে নির্মিত হয়েছিলো। সে ছবির পরিচালক রমেশ সিপ্পি ২৫ বছর পর ফিরছেন ‘শিমলা মিরচি’ নিয়ে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হেমা মালিনী, রাজকুমার রাও ও রাকুল প্রীত সিং।

বলিউডের প্রভাবশালী পরিচালক রমেশ সিপ্পি সবশেষ পরিচালনা করেন ১৯৯৫ সালে ‘জামানা দিওয়ানা’। শাহরুখ খান ও রাবিনা টেন্ডন অভিনীত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিলো। যে কারণে ‘সীতা আওর গীতা, শোলে, শক্তি ও সাগরের মত ক্ল্যাসিক ছবির পরিচালক স্বেচ্ছা নির্বাসনে যান।

বিজ্ঞাপন

একজন যুবক ও বয়স্ক মহিলার মধ্যকার প্রেমের সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছে ‘শিমলা মিরচি’। ২০১৪ সালে রমেশ সিপ্পি যখন শুটিং শেষ করেন তখনো তিনি মনে করেননি যে ছবিটি মুক্তি পাবে। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় না এটি আলোর মুখ দেখবে’।

তবে রমেশের কথা মিথ্যে প্রমাণের জন্য গত পাঁচ বছর খবর না থাকলেও প্রযোজনা সংস্থা ভায়াকম-এইটিন ২০২০ সালেই ‘শিমলা মিরচি’ মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এখন দেখার বিষয় রমেশ সিপ্পি বলিউডকে আরেকটি ক্ল্যাসিক উপহার দিতে পারেন কিনা।

দোস্ত দুশমন রমেশ সিপ্পি রাকুল প্রীত সিং রাজকুমার রাও শিমলা মিরচি শোলে হেমা মালিনী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর