Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ধারাবাহিকের ট্রিপল সেঞ্চুরি


৩০ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৯

দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘ভালোবাসার আলো-আঁধার ও মান অভিমান। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ধারাবাহিক দুটি ৩০০ পর্বে পা দিচ্ছে।

জেন অস্টেন রচিত ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘মান-অভিমান’। চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিষ রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসানসহ আরও অনেকে। প্রচারিত হচ্ছে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টায়।

বিজ্ঞাপন

‘মান-অভিমান’র ৩০০তম পর্বে দেখা যাবে, খবির আর ঝর্ণার বিয়ে উপলক্ষ্যে বীথিরা পুরো পরিবার হাজির হয় ঢাকায়। অন্যদিকে দাওয়াত পেয়ে রাহাতের পুরো পরিবারও বিয়েতে এসে যোগ দেয়। বিয়ের আয়োজনে বীথিরা সব বোন মিলে নাচ-গানের প্রস্তুতি নেয়। এসব জানতে পেরে ফারিয়া রাহাতের বোনদের সঙ্গে নিয়ে বীথিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় নাচ-গানের প্রতিযোগিতার। ফারিয়ার গোপন ইচ্ছা এই প্রতিযোগিতায় বীথিদের হারিয়ে রানুকে চূড়ান্ত রকমের অপদস্ত করা, যাতে রানু রাহাতের জীবন থেকে একেবারে চলে যায়। আর বীথিও চ্যালেঞ্জটা নেয়, যাতে প্রতিযোগিতায় জিতে তার পরিবার ও রানুর সম্মান ফিরিয়ে আনতে পারে সে। বীথি প্রতিজ্ঞা করে যেভাবেই হোক এই প্রতিযোগিতার মাধ্যমে সে প্রমাণ করবে রানু রাহাতের সাথে কোনো অন্যায় করেনি। কিন্তু বীথি কি পারবে ফারিয়াদের ষড়যন্ত্রের মাঝে তার প্রতিজ্ঞা রক্ষা করতে?

‘ভালোবাসার আলো-আঁধার’ ফাহমিদুর রহমানের চিত্রনাট্য এবং নুসরাত জাহান ও কলিন রড্রিকের সংলাপে রচিত হয়েছে। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, করভী মিজান।

বিজ্ঞাপন

৩০০তম পর্বে ‘ভালোবাসার আলো-আঁধার’র গল্পে দেখা যাবে জ্যোতিকে কিডন্যাপ করার বিষয়ে তারানার সমস্ত সন্দেহ নন্দিনীকে নিয়েই। তারানার প্রাপ্ত তথ্য প্রমাণও নন্দিনীকেই দোষী সাব্যস্থ করে যাচ্ছে। এদিকে নন্দিনী চিন্তিত জ্যোতিকে কি করে উদ্ধার করবে। এই নিয়ে মাহিনের সাথে আলাদা করে মিশন শুরু করে সে। আর তার জন্য অপূর্বর সাথে বিয়ে পিছিয়ে দেয় নন্দিনী। জ্যোতিকে উদ্ধার না করে সে বিয়েতে বসতে পারবে না। তাই নিয়ে বিষিয়ে ওঠে অপূর্বর মন। নন্দিনী কি সত্যি পারবে জ্যোতিকে উদ্ধার করতে? নাকি রাইসার ষড়যন্ত্রে সব কূল হারাবে নন্দিনী?

দীপ্ত টিভি ভালোবাসার আলো-আঁধার মান-অভিমান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর