সংগীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই
৩০ ডিসেম্বর ২০১৯ ০০:০৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১২:২০
ঢাকা: সুরকার ও সংগীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে হার্ট অ্যাটাক করলে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাসুদেব ঘোষের পরিবার থেকেও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংগীতশিল্পী কিশোর দাস সারাবাংলাকে বলেন, বাসু দা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ইব্রাহিম কার্ডিয়াম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোর জানান, বাসুদেব ঘোষের মরদেহ হাসপাতাল থেকে তার মগবাজারের বাসায় নেওয়া হবে। সেখান থেকে রাতেই তা নেওয়া হবে গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগো পাড়ায়। আগামীকাল সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বাসু দেব ঘোষ একাধারে একজন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। তিনি ১৯৯৫ সাল থেকে সংগীত পরিচালনা করছেন। আধুনিক গানের পাশাপাশি লোকসংগীতের ধাঁচেও গান তৈরি করেছেন তিনি। বিশেষ দিবসগুলো নিয়েও তিনি অসংখ্য গান তৈরি করেছেন। এর মধ্যে এ বছর মা দিবসে ১৬টি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে তাকে নিয়ে ২০টি গান তৈরি করছিলেন বাসু।
জেমসের কণ্ঠে ‘আমার মনের পাড়ায় রাষ্ট্র হয়ে গেছে,’ পার্থ বড়ুয়ার কণ্ঠে ‘তোমার ওই মনটাকে’, আসিফের ‘তুমি হারিয়ে যাওয়ার সময়’, পান্থ কানাইয়ের ‘দেহ মাদল’, সাবিনা ইয়াসমিনের ‘মা’, রুনা লায়লার ‘তুমি আমি এক শহরে’, আইয়ুর বাচ্চুর ‘একটি নারী অবুঝ’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা নিভৃতচারী এই সুরকার ও সংগীত পরিচালক।