Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমি কি পারবেন?


২৯ ডিসেম্বর ২০১৯ ১৫:২৪

চলতি মাসের শুরুতেই অক্ষয় কুমার ‘দুর্গাবতী’র প্রধান চরিত্রে ভূমি পেডনেকরের নাম ঘোষণা করেছিলেন। নারীপ্রধান ছবিটি তেলুগু ব্লকবাস্টার ‘ভাগামাথি’র রিমেক। ছবিটির শুটিং শুরু হবে আগামী বছরের ১৪ জানুয়ারি।

‘দুর্গাবতী’তে ভূমিকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। যে কিনা একজন রাজনীতিবিদের দুর্নীতির তদন্ত করতে গিয়ে একটি ভূতড়ে বাড়িতে আটকে যায়। হরর ছবিটির তামিল ভার্সনে অভিনয় করেছিলেন আনুশকা শেঠী।

বিজ্ঞাপন

এখন প্রশ্ন উঠেছে ভূমি কি পারবেন আনুশকা শেঠীকে ছাড়িয়ে যেতে?

এ বছর ভূমির চারটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো কম বেশি সফলতাও পেয়েছে। তাছাড়া ভূমি ইতোমধ্যে স্ক্রিপ্ট রিহার্সেল শুরু করেছেন। পরিচালক অশোকের সাথে প্রতিদিনই বসছেন। ছবিতে তার লুক নিয়ে চলছে নানান পরীক্ষা-নিরীক্ষা। বোঝা যাচ্ছে ভূমি তার পুরো ডেডিকেশন দিচ্ছেন ছবিটির জন্য।

ভারতের মধ্য প্রদেশ থেকে ‘দুর্গাবতী’র শুটিং শুরু হবে। ছবির টিম মতি মহল, সদর মঞ্জিলের মত বাস্তব লোকেশনে শুটিং করবে।

শুটিং শেষে ছবিটি মুক্তি পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে এই সিদ্ধান্তে আসতে- ভূমি কতটুকু পােরলেন আনুশকাকে ছাড়াতে।

অক্ষয় কুমার আনুশকা শেঠী দুর্গাবতী ভাগামাথি ভূমিকা পেডনেকর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর