Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমিতাভকে অনুরাগের খোঁচা


২৯ ডিসেম্বর ২০১৯ ১১:১৬

ভারত জুড়ে এখনো আন্দোলনের আঁচ। নতুন পাশ হওয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল পুরো ভারত। ছাত্র-সাধারনের সেই আন্দোলনে যোগ দিয়েছেন ফারহান আখতার, অনুরাগ কাশ্যপ, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে অনেক বলিউড তারকা।

আবার উল্টো চিত্রও আছে। বলিউডের বেশির ভাগ সুপারস্টারই এই ইস্যুতে মুখে কুলুপ এঁটে আছেন। তাদের নীরবতা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। সেরকমই এক সমালোচনার মুখে পড়লেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। এমনিতে নানা ইস্যুতে সরব অমিতাভ নাগরিকত্ব ইস্যুতে একদম মুখ খোলেননি। আর সেটিকে ইঙ্গিত করে অমিতাভকে খোঁচা দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

বিজ্ঞাপন

ঘটনার শুরু অমিতাভের এক টুইট নিয়ে। অমিতাভ তার নিজস্ব টুইটার একাউন্টে তার ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। লিখেছেন- ‘নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তবে চিন্তা করবেন না, এতো ১৯-২০ ব্যবধান ’।

অমিতাভের সেই টুইটের জবাবে অনুরাগ পাল্টা লেখেন, ‘এবার আর ১৯-২০ ব্যবধান নয়। এবারের ব্যবধান অনেক বেশি। আপনি বরং নিজের শরীরের খেয়াল রাখুন। সত্তরের দশকে যে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, আপনার ভিতরের সেই ‘বচ্চন’কেই আমরা নিজেদের মধ্যে বয়ে নিয়ে চলেছি। এবার গব্বর, লায়ন বা শাকাল… আমরাই মোকাবিলা করব।’

অনুরাগের রিটুইটে সে সূক্ষ্ম খোঁচা আছে তা যে কেউই বুঝতে পারবে। ‘শোলে’ ছবিতে কুখ্যাত ডাকাত গব্বর সিংহকে হারিয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত জয় চরিত্রটি।

অনুরাগ কাশ্যপ বলিউডে প্রতিবাদী হিসেবেই পরিচিত। দীর্ঘদিন ধর মোদী সরকারের বিভাজন নীতির বিরুদ্ধে সরব তিনি। সম্প্রতি অনুরাগের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ জারি হয়েছে।
অন্যদিকে বলিউডের বড় তারকারা নাগরিকত্ব ইস্যুতে চুপ থাকার নীতি নিয়েছেন। ঝামেলায় জড়াতে কেইবা চায়!

বিজ্ঞাপন

অনুরাগ কাশ্যপ অমিতাভ বচ্চন আয়ুষ্মান খুরানা নাগরিকত্ব ইস্যু ফারহান আখতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর