Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলভেস্টার স্ট্যালোনের মৃত্যুর গুজব


১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:০৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

সিলভেস্টার স্ট্যালোনের মৃত্যুর গুজবে ছেয়ে গেছে অন্তর্জাল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই হলিউড তারকার মৃত্যুর গুজবে সায় দিয়ে সারাদিনই শোক প্রকাশ করেছে ভক্তরা। তবে সোমবার স্ট্যালোনের ব্যক্তিগত সহকারী এক বিবৃতিতে জানিয়েছেন, এখনো পর্যন্ত সুস্থ স্বাভাবিক ভাবেই বেঁচে আছেন তিনবার অস্কার মনোনয়ন পাওয়া এই অভিনেতা।

গতকাল রবিবার দিনের শেষ থেকে ছড়াতে থাকে ৭২ বছর বয়সী স্ট্যালোনের মৃত্যুর গুজব। মাইক্রোব্লগিং সাইট টুইটারে বেশ কয়েকজন জানায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ‘র‌্যাম্বো’ খ্যাত এই অভিনেতা! তবে পশ্চিমা গসিপ ম্যাগাজিন গুলো শুরু থেকেই এই মৃত্যুর খবরকে নাকচ করে আসছিলো। স্ট্যালোনের মৃত্যুর গুজব ছড়ানোর কারণে অনেক ভক্তই ক্ষোভ প্রকাশ করেছেন।

হলিউডি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ৬ জুলাই ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। সারাবিশ্বে তুমুল জনপ্রিয় এই অভিনেতা ‘রকি’, ‘ক্রীড’, ‘র‌্যাম্বো’র মতো অসংখ্য ব্যাসসফল সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমা তিনি নিজেই পরিচালনা ও প্রযোজনা করেছেন।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর