Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপিকার ‘কবি’ পরিচয়


২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৯

ফারহান আকতার, আয়ুষ্মান খুরনা কিংবা কালকী কোচলিনের কাব্য প্রতিভার কথা জানেন সবাই। কিন্তু দীপিকা পাড়ুকোনের কথা জানতেন? তার ব্যাডমিন্টনে জাতীয় পর্যায়ে খেলার কথা জানা অনেকের। তিনিও নাকি কবিতা লেখার চেষ্টা করেছিলেন।

‘ছাপাক’র জন্য মেঘনা গুলজার ‘আব লাদনা হ্যায়’ শিরোনামের একটি কবিতা লিখেছেন। কবিতাটির অডিও-ভিজ্যুয়ালা প্রকাশনা অনুষ্ঠানে দীপিকা জানালেন, ছোটবেলায় নাকি তিনি কবিতা লেখার চেষ্টা করেছিলেন। ‘আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, আমার কাছে এখনো সে কবিতাটি আছে।’

বিজ্ঞাপন

তবে কবিতাটি জনসম্মুখে প্রকাশে রাজি হননি দীপিকা। তার ভাষ্য, ‘আমি মনে করি না কবিতাটি এখনই সবাইকে দেখানোর সময় এসেছে। সময় হোক আমি নিজেই প্রকাশ করবো এটি।’

‘ছাপাক’-এ দীপিকা অভিনয় করেছেন একজন এসিড আক্রান্ত নারীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার।

আয়ুষ্মান খুরনা দীপিকা পাডুকোন ফারহান আকতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর