আসলেন শাহরুখ, আসলেন না আমির
২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:০৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১৮:২১
বলিউডে একজনই ‘ভাইজান’ সালমান খান। তার বয়স ৫৪ হলো। জন্মদিন উপলক্ষে তার ভাই সোহেল খান এক পার্টির আয়োজন করেছিলো। সেখানে এসেছিলেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ, ডেইজি শাহ্, আলী আব্বাস জাফর, ববি দেওলসহ অনেকেই। কিন্তু আসেননি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান।
আমির ও সালমান অবশ্য অনেক আগে থেকেই একে অপরকে এড়িয়ে চলেন। তাদের এ এড়িয়ে চলা নিয়ে বলিউডপাড়ায় অনেক গুঞ্জন রয়েছে। কিন্তু কেউ কখনো এ নিয়ে সরাসরি মুখ খুলেননি।
এদিকে রাতে ভাইয়ের পার্টির পর সকালে বাসায় বিশাল এক কেক কাটেন সালমান। এসময় তার কোলে ছিলো ভাগ্নে আহিল। তার পাশে এ সময় ছিলো বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন (সেলিম খানের আরেক স্ত্রী) ও বোন অর্পিতা।