Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় শুরু হচ্ছে সুফি উৎসব


১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫১ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:১৫

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

‘সম্প্রীতির জন্য সংগীত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ২য় আন্তর্জাতিক সুফি উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উৎসব যৌথ ভাবে আয়োজন করেছে আল্লামা রুমি সোসাইটি ও হাটখোলা ফাউন্ডেশন।

শিল্পকলার নন্দন মঞ্চে শুক্রবার (২৩ ফ্রেব্রুয়ারি) বিকেল তিনটায় শুরু হবে সুফি উৎসব। এই আয়োজনকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বাংলাদেশ সব জাতি সব বর্ণের মানুষের দেশ। এখানে হাজার বছর ধরে এরা সম্প্রীতি বজায় রেখে সহাবস্থান করে আসছে। এর পেছনে এখানকার মানুষের সুফি মানসিকতার অবদান আছে।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ মোকাবেলা করতে হলে সুফিবাদকে গুরুত্ব দিতে হবে। তরুণদের কাছে সুন্দর চিন্তা পৌঁছে দিতে হবে। যাতে তারা বিপথে পা না বাড়ায়।’

তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সুফি সম্মেলনে মোট চারটি দেশ অংশগ্রহণ করবে। এবারের উৎসবে বাংলাদেশের পনেরটি দল ছাড়াও থাকবে ইরান, তুরস্ক ও ভারতের পাঁচটি দল। মোট ১১৯ জন সুফি ও লোকসংগীতশিল্পী এই উৎসবে গান-কবিতা পরিবেশন করবেন।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/টিএস/পিএ

সুফি উৎসব