Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মৃতিকাতর অক্ষয়


২৩ ডিসেম্বর ২০১৯ ১৪:১৩

‘কামবাক্ত ইশক’র পরে কারিনা-অক্ষয় জুটি আবার ফিরছেন ‘গুড নিউজ’ দিয়ে। সম্প্রতি এক সাক্ষাতকারে এই দুই তারকা তাদের দুজনের বন্ধুত্ব নিয়ে হয়েছেন স্মৃতিকাতর।

কারিনা কাপুর আর অক্ষয় কুমার একসাথে অভিনয় শুরুর আগে থেকেই দুজনের বন্ধুত্ব। তাদের প্রথম পরিচয় হয় অক্ষয়ের প্রথম ছবি ‘দিদার’র সেটে। যে ছবিতে অভিনয় করেছিলেন কারিনার বড় বোন কারিশমা কাপুর। কারিনা তখন স্কুলে পড়েন। বোনের শুটিং দেখতে পুনাওয়ালা বাংলোতে মা ববিতা কাপুরকে নিয়ে গিয়েছিলেন কারিনা।  সেখানে শুটিং হচ্ছিলো ছবিটির।

বিজ্ঞাপন

অক্ষয়-কারিনা প্রথম একসঙ্গে শুটিং করেন ২০০১ সালে। সেটি ছিল ‘আজনবী’ ছবির একটি গানের শুটিং। শুটিং হয়েছিলো হায়দারাবাদের রামুজি ফিল্ম সিটিতে। সেই শুটিংয়ের স্মৃতি হাতড়ে অক্ষয় জানান, ওইসময় কারিনা জানতেন না ক্যামেরার অ্যাঙ্গেল কী কিংবা অন্যান্য বিষয়ে কীভাবে কাজ করে। মজার ব্যাপার হচ্ছে এখন কারিনা বিষয়গুলো এত ভালো জানেন যে মনে হয় সে ক্যামেরার সাথেই রোমান্স করছে।

অক্ষয় কারিনাকে নিয়ে আরও বলেন, ‘বিয়ের পর অনেক অভিনেত্রী শীর্ষে থাকতে পারে না। কিন্তু কারিনা এসব নিয়মের বেড়াজাল ভেঙ্গেছেন এবং দেখিয়েছেন কীভাবে বিবাহিত নায়িকাও ভালোভাবে কাজ করে যেতে পারে এবং নিজের খেলার শীর্ষে থাকা যায়।’

কারিনা কাপুর ও অক্ষয় কুমার অভিনীত ‘গুড নিউজ’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ ডিসেম্বর।

অক্ষয় কুমার কারশিমা কাপুর কারিনা কাপুর গুড নিউজ দিদার বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর