Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্যন্যার স্বপ্নপূরণ


২১ ডিসেম্বর ২০১৯ ১৯:৩২

দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করা অনন্যা পান্ডের বহুদিনের স্বপ্ন। এবার পূরণ হতে চলেছে তার সেই স্বপ্ন। করণ জোহরের প্রযোজনা ও শকুন বাত্রার পরিচালনায় একটি সিনেমায় দীপিকা ও সিদ্ধান্ত চতুর্বেদির সঙ্গে সহ অভিনেত্রী হচ্ছেন অনন্যা পান্ডে। শনিবার (২১ ডিসেম্বর) এ ঘোষণাটি আসার পর তিনি যে কি পরিমাণে উচ্ছ্বসিত তা জানাতে ভোলেননি অনন্যা। খবর ইন্ডিয়াটুডে।

কাস্টিং চূড়ান্ত হওয়ার পরপরই পরপরই অন্যন্যা বলেন, আমি খুবই খুশি যে দীপিকার সঙ্গে কাজ করার স্বপ্নটি অবশেষে পূরণ হতে যাচ্ছে। এই সিনেমাটি ভিন্নধর্মী রোমান্টিক ড্রামা ধাঁচের হবে। এ ধরণের কাজ আমি আগে করিনি।

বিজ্ঞাপন

দীপিকার সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ায় অনন্যা পাণ্ডে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সকলকে। তিনি বলেন, দঅপিকা এমন একজন তারকা যাকে আমি খুবই ভালোবাসি। এছাড়া আমি ধর্ম প্রডাকশনের হয়ে আবারও কাজ করছি। এ প্রডাকশন হাউজ আমার পরিবারের মত। আমি করন জোহরের কাছেও কৃতজ্ঞ।

চলতি বছরে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমাটি দিয়ে বলিউডে অভিষেক হয় অনন্যা পাণ্ডের।

অনন্যা পান্ডে দীপিকা পাডুকোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর