Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রাইসলেস গিফট’ পেয়ে আনন্দিত টুইংকেল খান্না!


২১ ডিসেম্বর ২০১৯ ১৭:০৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৭:৫২

‘প্রাইসলেস গিফট’ অর্থাৎ অমূল্য উপহার পরে তিনি অত্যন্ত আনন্দিত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই বললেন বলিউড অভিনেত্রী ও লেখিকা টুইংকেল খান্না। সঙ্গে দিলেন উপহার সমেত ছবি।

শনিবার (২১ ডিসেম্বর) তিনি লেখেন, ‘শ্যুটিং থেকে আনা একটি অমূল্য উপহার পরার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত’। উপহারটি আর কিছুই নয়, কাঁচা পেঁয়াজ দিয়ে বানানো একজোড়া কানের দুল। কানের দুলের সঙ্গে ম্যাচিং করে সাদা-গোলাপি সালোয়ার কামিজ পরা একটি ছবি এবং পাতা ছেড়ে দেওয়া একটি পেঁয়াজের ছবি দিয়ে তিনি লেখেন, ‘এক শ্যুটিং থেকে অন্য শ্যুটিংয়ে’। অমূল্য এই উপহারটি শ্যুট অর্থাৎ গাছ ছেড়ে দেওয়ার আগেই পরতে পারার সুযোগ পেয়ে আমি আনন্দিত’ যোগ করেন তিনি। পোস্টের নিচে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘পেঁয়াজ মেয়েদের সবচেয়ে প্রিয় বন্ধু।’

বিজ্ঞাপন

টুইংকেল খান্না

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আগে স্বামী অভিনেতা অক্ষয় কুমার কানের দুল জোড়া উপহার দিয়েছিলেন তাকে। সেসময় কানের দুলের ছবি শেয়ার করে টুইংকেল লিখেছিলেন, ‘দ্য কপিল শর্মা শোয়ের শুটিং শেষে ফিরে আমার সঙ্গী আমাকে বলল, ‘তারা এটি কারিনাকে (কাপুর) উপহার দিয়েছিল, কিন্তু তাকে খুব একটা খুশি মনে হয়নি, কিন্তু আমি জানতাম তুমি এটায় অনেক মজা পাবে তাই তোমার জন্য আনলাম।’
কানের দুলজোড়া উপহার পেয়ে ‘মিসেস ফানিবোনস’ লেখিকা টুইংকেল যে অত্যন্ত আনন্দিত, সেটি বোঝা যায় তার পরের লাইনে। তিনি লেখেন, ‘কখনো কখনো ক্ষুদ্র আর তুচ্ছ জিনিসও হৃদয় ছুঁয়ে যায়।’

টুইংকেল খান্না

সম্প্রতি বাংলাদেশের মতো ভারতেও পেঁয়াজের দাম সাধারনের নাগালের বাইরে চলে যায়। এতে চারদিকে সমালোচনার ঝড় যেমন ওঠে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি-ঠাট্টার মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। যার থেকে পিছিয়ে নেই বলিউড তারকারাও। বিভিন্ন সময়ে সামাজিক বিভিন্ন বিষয়ে সরব অভিনেত্রী থেকে জনপ্রিয় লেখিকা বনে যাওয়া টুইংকেল হাস্যরসের মাধ্যমে এভাবেই পেঁয়াজের মাত্রাতিরিক্ত দামের বিষয়টি তুলে ধরেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) পেঁয়াজ হাঁতে নিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন এমন একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পেঁয়াজ হচ্ছে নতুন ধরণের অ্যাভোকাডো’। তিনি লেখেন, যদিও আমি কলেজে একাউন্টিং নিয়ে পড়াশোনা করেছি, গত ১৯ বছরের সংসার জীবন আমাকে সংসারের বাজেটও মেলাতে শিখিয়েছে। সংসারের বাজেট মেলাতে তাকেও যথেষ্ট হিমশিম খেতে হয়, একথা জানাতেই ভোলেননি তিনি। সেই সঙ্গে যোগ করেন, ‘পেঁয়াজের দাম যখন দিনে-দুপুরে ডাকাতির হারে বাড়ছে, আমাকে আবারও সেই সংসারবিজ্ঞানের দক্ষতা দেখাতে হচ্ছে।’

টুইংকেল খান্না

বলাই বাহুল্য, সাম্প্রতিক পেঁয়াজ ইস্যুতে টুইংকেলের এসব পোস্ট তার ভক্তসহ সাধারনের মধ্যে তুমুল হাস্যরসের জোগান দিয়েছে। সেইসঙ্গে মুহুর্তেই ভাইরাল হয়েছে এসব পোস্ট।

মিসেস ফানিবোনস: শি ইজ জাস্ট লাইক ইউ এন্ড এ লট লাইক মি, দ্য লিজেন্ড অব লাক্সমিপ্রসাদ এবং দ্য পাজামা’স আর ফরগিভিং নামের তিনটি বই আছে তার। এদের মধ্যে এক লাখ কপি বিক্রি হওয়া মিসেস ফানিবোনস এর মাধ্যমে ভারতের সর্বাধিক বিক্রিত বইয়ের নারী লেখিকার তালিকার শীর্ষে পৌঁছান তিনি।

অক্ষয় কুমার টুইংকেল খান্না দ্য পাজামা’স আর ফরগিভিং দ্য লিজেন্ড অব লাক্সমিপ্রসাদ পেঁয়াজ পেঁয়াজের কানের দুল প্রাইসলেস গিফট বলিউড মিসেস ফানিবোনস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর