মেয়েকে নিয়ে সমালোচনার জবাব দিলেন কাজল
২০ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৯
দীপাবলি পার্টি হোক কিংবা বিমানবন্দর, অনলাইন দুনিয়ায় কটাক্ষের মুখে প্রায়শই পড়তে হয় অজয়-কাজলের মেয়ে নাইশাকে। দীপাবলি পার্টিতে হাজির হয়ে নাইশা কেন অত্যধিক মেকআপ করেছেন, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। আবার কখনও বাবার সঙ্গে মন্দিরে হাজির হয়ে, কটাক্ষের মুখে পড়েন নাইশা।
মেয়েকে নিয়ে সমালোচনা, কটাক্ষ যা-ই হোক না কেন, এ বিষয়ে সব সময়ই চুপ থেকেছেন অজয় দেবগণ এবং কাজল। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলেন বলিউডের এই পাওয়ার কাপল।
কাজল বলেন, তার ছেলে যুগ এবং মেয়ে নাইশাকে নিয়ে যে ধরনের কটাক্ষ এবং সমালোচনা হোক না কেন, তাতে কিছু যায় আসে না৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে কটাক্ষ করা হয়।
পোশাক থেকে শুরু করে, ব্যবহার, তারকা সন্তানরা সব সময়ই ক্যামেরার ফ্ল্যাশে থাকেন৷ তারকা সন্তান না হয়ে যুগ, নাইশা যদি আর পাঁচজন সাধারণ পরিবারের সদস্য হতেন, তাহলে এসব তাদের সহ্য করতে হত না বলেও মন্তব্য করেন কাজল। সেই কারণেই নাইশাকে নিয়ে কটাক্ষ বা সমালোচনা, কোনও কিছুই তার গায়ে লাগে না বলে মন্তব্য করেন কাজল।