Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হিন্দু, পালক পিতা মুসলমান: ধর্মীয় বিভেদ নিয়ে সরব দিয়া মির্জা


২০ ডিসেম্বর ২০১৯ ১২:৩৫

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে নয়াদিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, লখনৌসহ অন্যান্য বেশকিছু শহরে। ‘মুসলিমবিদ্বেষী’ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন বলিউডের অভিনেতারাও। সম্প্রতি দিয়া মির্জা ধর্মীয় বিভেদের প্রতি আঙ্গুল তুলেছেন।

জনপ্রিয় এই বলিউড তারকা টুইটারে লেখেন, আমার মা হিন্দু, বায়োলজিক্যাল বাবা খ্রিস্টান, কিন্তু আমার পালক পিতা একজন মুসলমান। আমার সমস্ত কাগজপত্রে ধর্মের জায়গায় আমি ফাঁকা রাখি, ধর্ম কি ঠিক করবে আমি ভারতীয় কি না? এরকম কখনো হয়নি আর আশা করি কখনও হবেও না।

বিজ্ঞাপন

দিয়ার এই টুইট ৬৬ হাজার ব্যবহারকারী পছন্দ করেছেন। রিটুইট করেছেন প্রায় ১৫ হাজার।

প্রসঙ্গত, ভারতের নতুন নাগরিকত্ব আইনের ফলে ২০১৪-এর আগে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিমরা সহজে দেশটির নাগরিক হতে পারবেন। মুসলিমরা দাবি করছেন, মোদি সরকারের এই আইনের ফলে তারা ‘দ্বিতীয় শ্রেণির’ নাগরিকে পরিণত হয়েছে। এই আইনকে ঘিরে সহিংসতায় এ পর্যন্ত দেশটিতে ৯ জনের মৃত্যু হয়েছে।

দিয়া মির্জা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর