Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও খবর নিয়ে দীপিকা


১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:১৩

দীপিকার মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘ছাপাক’ নিয়ে আলোচনা এখনো চলছে। এর মাঝে এলো নতুন খবর। শাকুন বাত্রার পরবর্তী ছবিতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। তার সাথে আরও থাকবেন অনন্যা পান্ডে আর সিদ্ধার্থ চতুর্বেদী। পরিচালক ও প্রযোজক করন জোহর তার টুইটারে জানিয়েছেন, নাম ঠিক না হওয়া ধর্ম প্রোডাকশনের এই ছবিটি মুক্তি পাবে ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

করন জোহর লিখেন, ‘তারা আবার একটি জীবন ও ভালোবাসার ওষুধ নিয়ে আসছেন। যা বলবে সম্পর্কের কথা।’

বিজ্ঞাপন

শাকুন ২০১৬ সালে আলিয়া বাট, ফাওয়াদ খান ও সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে ‘কাপুর এন্ড সন্সস’ নির্মাণ করেন। যে ছবিতে ঋষি কাপুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন।

সিদ্ধার্থ চতুর্বেদীর হাতে রয়েছে ‘বান্টি অর বাবলি টু’। এতে তার বিপরীতে থাকবেন নবাগত শর্বরী। অনন্যা অভিনয় করছেন ‘পতি, পত্নী অউর ওহ’তে কার্তিক আরিয়ানের বিপরীতে।   ছবিটিতে কার্তিকের প্রেমিকার চরিত্রে দেখা যাবে তাকে।

অন্যদিকে দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন মেঘনা গুলজারের আলোচিত ছবি ‘ছাপাক’-এ।

আলিয়া বাট দীপিকা পাডুকোন ফাওয়াদ খান বলিউড বান্টি অর বাবলি ২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর