Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনিসুল হকের গল্পে নতুন ধারাবাহিক


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫৯

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

ক্ষয়িষ্ণু সম্ভ্রান্ত পরিবার। শৌর্য আর পরাক্রমের কিছুমাত্র অবশিষ্ট নেই আজ। একান্নবর্তী এই পরিবারের ছেলেরা তাই সময়ের  প্রয়োজনে মনোনিবেশ করেছে গার্মেন্টস ব্যবসায়। এই হলো নাটকের চরিত্রগুলোর প্রেক্ষাপট।

জীবনের গল্প বলে নাটকটিতে যেমন রয়েছে নিষ্ঠুর  বাস্তবতা, তেমনি কম নেই হাস্যরসাত্মক কাণ্ডও। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শ্বশুর আলয় মধুর আলয়’। কথাসাহিত্যিক আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলভী আহমেদ।

নাটকে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আদনান ফারুক হিল্লোল, রাহুল আনন্দ, মৌটুসি বিশ্বাস, সাদিয়া জাহান প্রভা ও অপর্না ঘোষ।

মার্চ থেকে নাটকটি প্রচার শুরু হবে নাগরিক টিভিতে। এ উপলক্ষে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। কলাকুশলিরাসহ এতে উপস্থিত ছিলেন নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার, ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েতসহ অনেকে।

ছবি: অাশীষ সেনগুপ্ত

সারাবাংলা/পিএ

 

ধারাবাহিক নাটক নাগরিক টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর