বাপ্পা-তানিয়ার কোলজুড়ে ‘পিয়েতা’
১৮ ডিসেম্বর ২০১৯ ১৫:১৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৬
তারকা দম্পতি বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন কন্যা সন্তানের জনক-জননী হয়েছেন। আজ সকাল সাড়ে দশটা দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের সন্তান ‘পিয়তা’র জন্ম হয়।
বাপ্পা মজুমদার সারাবাংলা বলেন, ‘আপনাদের সবার দোয়ায় মা-মেয়ে দুজনেই ভালো রয়েছে। আমাদের পরিবারের সবাই খুব খুশি। সবাই আমাদের মা-মেয়ের জন্য দোয়া করবেন।’
কন্যার নাম ঠিক করেছেন অগ্নিমিত্রা মজুমদার। ডাকনাম রাখা হয়েছে ‘পিয়েতা’।‘পিয়েতা’ রেনেসা যুগের বিখ্যাত শিল্পী এবং ভাস্কর মাইকেলেঞ্জেলোর অনন্যসাধারন একটি ভাস্কর্য। তবে বাপ্পা মজুমদার এও জানিয়েছেন তার বন্ধু-বান্ধবদের কেউ কেউ পরী নামেও ডাকতে চাইছে। কারণ বাপ্পার একটি জনপ্রিয় গানের নাম পরী। তবে ডাকনাম ‘পিয়েতা’ই থাকবে।
২০১৮ সালের ২৪ জুন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন বিয়ে করেন।
সম্প্রতি বাপ্পা মজুমদার হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিটির জন্য ‘সেরা সুরকার’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
অগ্নিমিত্রা মজুমদার টপ নিউজ তানিয়া হোসাইন পিয়েতা বাপ্পা মজুমদার