‘কাঁটাতারের বেড়া’ করছি, সংশয় সরিয়ে জানালেন শাবনূর
১৭ ডিসেম্বর ২০১৯ ১৪:৩৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৮
জাজ মাল্টিমিডিয়ার ‘কাঁটাতারের বেড়া’ দিয়ে শাবনূর আবার চলচ্চিত্রে ফিরছেন। তিনি ছবিটি করছেন না বলে অনেক গণমাধ্যম খবর প্রকাশ করেছে। কিন্তু শাবনূর মঙ্গলবার দুপুরে জন্মদিন উপলক্ষে এক আলাপচারিতায় সারাবাংলাকে জানালেন ছবিটি তিনি করছেন।
শাবনূর বলেন, খবরটি সত্য। আমি ‘কাঁটাতারের বেড়া’ করছি। এ ছবির জন্যই এখন প্রস্তুতি নিচ্ছি। তবে সবকিছু আমার ফিটনেসের উপর নির্ভর করছে।
বছর খানেক আগে শাবনূরের সাথে জাজের সঙ্গে ছবিটি নিয়ে আলাপ হয়। ‘ছবিটির গল্প এত সুন্দর! আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এত পছন্দ হয়েছে। মেকিং যদি ঠিকমত করতে পারে, অভিনয়ের অনেক জায়গা আছে। আমি তো খুবই এক্সসাইটেড। কতদিন পর এত সুন্দর একটা চরিত্র করতে পারবো’— কণ্ঠে উচ্ছ্বাস ছড়িয়ে বলেন শাবনূর।
তিনি আরও বলেন, ‘গল্প আমার ও আমার নায়ককে ঘিরে। আমি তো অপেক্ষায় আছি কবে ফিট হবো, কবে কাজটা করতে পারবো।’
তবে ফিটনেসের জন্য আলাদা কোন ডায়েট চার্ট মেইনটেইন করছেন না শাবনূর। অস্ট্রেলিয়াতে একজন জিম ট্রেইনারের তত্ত্বাবধানে ট্রেনিং নিচ্ছেন। ঝরাচ্ছেন শরীরের ঘাম।
‘কাঁটাতারের বেড়া’র পরিচালক হিসেবে জাকির হোসেন রাজু ও মোস্তাফিজুর রহমান মানিকের নাম শোনা যাচ্ছে। শাবনূর এ বিষয়ে শুধু বললেন, ‘আমার কিছু বলা নিষেধ আছে। পরিচালক, নায়ক নিয়ে জাজ বলেছে তারাই সব আনুষ্ঠানিকভাবে জানাবে।’
কিন্তু কবে নাগাদ শুটিং হবে? সেটি বলাও কি নিষেধ?
শাবনূর হাসেন। হেসে বলেন, ‘আসলে আমার ফিটনেস মাত্র অর্ধেক হয়েছে। আমি যত দ্রুত ফিট হবো, তত দ্রুতই শুটিং শুরু করবে তারা। আশা করছি ২০২০’র প্রথম দিকে শুরু হবে।’
অভিনয় থেকে দূরে থাকলেও ইন্ডাস্ট্রির খোঁজখবর ঠিকই রাখেন ঢালিউডের এক সময়ের এই নাম্বার ওয়ান। বললেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি এখন একটা বাজে সময় পার করছে। তবে আমি মনে করি এ বাজে ভাবটা থাকবে না বেশি দিন। সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করলে সব ঠিক হয়ে যাবে।’
১৭ ডিসেম্বর ৪০তম জন্মদিন পালন করছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের শীর্ষ নায়িকা। জন্মদিন কেমন কাটালেন? ‘আমার বন্ধুরা সবাই মিলে আমাকে রাতেই সারপ্রাইজ দিয়েছে। তারা আমাকে একটা রেস্টুরেন্টে ডেকে নিয়ে গেলো। এরপর ওখানেই কেক কাটলো। আমি খুবই আনন্দিত আমাকে এত এত মানুষ ভালোবাসে। আমার বাসা ভর্তি কেক আর কেক। নানা উপহারে ভর্তি আমার রুম। সত্যিই আমি খুব ভাগ্যবান।’
জীবনের শ্রেষ্ঠ জন্মদিন বলবেন কোনটিকে? শাবনূর বললেন, ‘আসলে আমার কাছে প্রতিটা দিনকেই জন্মদিন মনে হয়। প্রতিদিনই আমার পাশের মানুষগুলো আমাকে জন্মদিনের মতো ভালোবাসে।’
কথায় কথায় শাবনূর জানালেন তার অভিনীত ‘আনন্দ অশ্রু’, ‘দুই নয়নের আলো’, ‘তুমি আমার’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘কাজের মেয়ে’, ‘বউ শ্বাশুড়ির যুদ্ধ’ ছবিগুলো রিমেক হলে খুশি হবেন। তবে তিনি বলেন, ‘শুধু এগুলো না, আমার অনেক ছবিই আছে যেগুলো রিমেক করা যায়।’
জীবনে মাত্র একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘দুই নয়নের আলো’র জন্য। এ নিয়ে আফসোস করেন না শাবনূর। তিনি বলেন, ‘পুরস্কার নিয়ে আমার কখনই আফসোস ছিলো না। আমি শুধু আমার কাজটা নিয়ে চিন্তা করেছি। তাছাড়া দর্শকদের এত ভালোবাসা পেয়েছি, আর কিছুর প্রয়োজন হয়নি।’
কাঁটাতারের বেড়া জাকির হোসেন রাজু জাজ মাল্টিমিডিয়া টপ নিউজ দুই নয়নের আলো মোল্লাবাড়ির বউ মোস্তাফিজুর রহমান মানিক শাবনূর