Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমার ভিতরে সিনেমা ‘মায়াকুমারী’


১৭ ডিসেম্বর ২০১৯ ১২:৪৫

বাংলা ছবির শতবর্ষ পূর্তি উপলক্ষে অরিন্দম শীল তৈরি করছেন ‘মায়াকুমারী’। প্রধান চরিত্রে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত। আরও আছেন সৌরসেনী মৈত্র এবং অর্ণ মুখোপাধ্যায়।

সম্প্রতি এর মহরত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্ণ মুখোপাধ্যায়-সহ ‘ক্যাপ্টেন অফ শিপ’ পরিচালক অরিন্দম শীল।

মায়াকুমারীর স্বামী শীতল ভট্টাচার্য। অন্যদিকে, ডাকসাইটে এই অভিনেত্রী প্রেমে জড়িয়েছেন নায়ক-পরিচালক কানন কুমারের সঙ্গে। মায়াকুমারীর সঙ্গে স্বামী শীতলের সম্পর্কের জটিলতার সূত্রপাত সেখান থেকেই। মায়াকুমারীর চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, তাঁর স্বামী শীতলের চরিত্রে থাকছেন রজতাভ দত্ত এবং আবীরকে দেখা যাবে প্রেমিক কানন কুমারের চরিত্রে।

সেই ‘মায়াকুমারী’কে নিয়ে এক নবীন পরিচালক সিনেমা বানাচ্ছেন। আর সেই পরিচালকের সিনেমা বানানোর গল্পই সিনেপর্দায় তুলে ধরবেন অরিন্দম শীল। সৌরসেনী মৈত্রকে দেখা যাবে সহকারী পরিচালকের ভূমিকায় এবং অর্ণ মুখোপাধ্যায় থাকছেন এক কস্টিউম ডিজাইনারের চরিত্রে।  এ যেন সিনেমার ভিতরে সিনেমা।

ক্যামেলিয়া প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত ছবিটি আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে।

অরিন্দম শীল আবির চট্টোপাধ্যায় ঋতুপর্ণা মায়াকুমারী