বিশ্বজিতের সুরে এলমা সিদ্দিকী
১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২২
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
এলমা সিদ্দিকী, প্রয়াত শিল্পী ও বাশুরিয়া বারী সিদ্দিকীর মেয়ে। দেশের বাইরে থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এখন আছেন বাংলাদেশেই। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রেকর্ড করেছেন তার দ্বিতীয় মৌলিক গান।
গানের শিরোনাম ‘কি আগুন জ্বালাইলি’। শহিদুল্লাহ ফরায়েজীর কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। এলমা এবারই প্রথম কাজ করলেন বিশ্বজিতের সঙ্গে। আসছে বৈশাখে অডিও-ভিডিও পকাশ পাবে অনলাইনে, জানিয়েছেন কুমার বিশ্বজিৎ।
বিশ্বজিৎ আরো বলেন, ‘বারী সিদ্দিকীর পরিবারের প্রতি এই কাজ একটা শ্রদ্ধাস্বরূপ। শ্রদ্ধা জানানোর এই পদ্ধতিটি নতুন প্রজন্মের কাছেও শিক্ষনীয় হয়ে থাকবে আশা করি। এলমা গানটি ভালো গেয়েছে।’
এলমা সিদ্দিকী এর আগে টিভি লাইভে গেয়েছেন, কিছু স্টেজ শো করেছেন। এখনো তার কোনো অ্যালবাম প্রকাশ পায়নি। গানের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা বারী সিদ্দিকীর কথা ও সুরে বাউলবাড়ি শিরোনামের গানটি ছিল আমার প্রথম মৌলিক গান। সেটা আমি টিভি অনুষ্ঠানে গেয়েছিলাম। গানটি এখনো অপ্রকাশিত। তাই বলা যায় দ্বিতীয় মৌলিক গান গাইলাম আমি।’
সারাবাংলা/পিএ