বিজয় দিবসে শিল্পকলার নানা আয়োজন
১৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৫০
মহান বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ ছাড়াও নিজেদের আয়োজনের বাইরে ভারতের ৩টি অনুষ্ঠানে অংশ নিচ্ছে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক দল।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের মুম্বাই, আগরতলা ত্রিপুরা এবং কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করছে শিল্পকলা একাডেমির ৩টি সাংস্কৃতিক দল।
১৬ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ উৎসব’ শিরোনামে সাংস্কৃতিক দলে রয়েছেন কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি ও খাইরুল ইসলাম, নৃত্যশিল্পী অনিক বোস, এবিএম শাহিদুল ইসলাম, মুনমুন বিশ্বাস মুন ও স্মিতা দে এবং যন্ত্রশিল্পী পার্থ প্রতিম গুহ, মনোয়ার হোসাইন এবং রুপতনু দাস শর্মা।
একই দিনে আগরতলা ত্রিপুরায় ‘বাংলাদেশের বিজয় দিবস’ শিরোনামে অনুষ্ঠানে অংশ নেবেন কন্ঠশিল্পী শারমিন সাথী ইসলাম ও আশরাফ উদাস। নৃত্যশিল্পী ইসরাত তাবাসসুম, অবন্তিকা আলরেজা এবং ঐশর্য বসাক এবং যন্ত্রশিল্পী সুশান্ত কুমার ঘোষ, রবীন্স চৌধুরী ও মোহাম্মদ নাসির উদ্দিন।
১৭ থেকে ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিজয় উৎসব’এ অংশ নেবেন কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, অদিতি মোহসীন, ইয়াসমিন মুস্তারী ও আজগর আলিম।