Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুটা ভালো হলো না রানীর


১৪ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৬

রানী মুখার্জীর নতুন ‘মারদানি টু’র শুরুটা একদমই ভালো হলো না। ভারতীয় বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী শুক্রবার ছবিটির আয় ছিলো মাত্র ৩ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে একই দিনে মুক্তি পাওয়া হলিউডের ছবি ‘জুমানজি- দ্য নেক্সট লেভেল’র প্রতি দর্শকদের আগ্রহ ছিলো চোখে পড়ার মত। একইদিনে ছবিটি আয় করেছে ৫ কোটি রুপি।

‘মারদানি’ সিরিজের প্রথম ছবি পাঁচ বছর আগে মুক্তি পেয়েছিলো। সেটির তুলনায় কিছুটা ভালো ব্যবসা করেছে ‘মারদানি টু’। বক্স অফিস অনুযায়ী ছবিটি শুক্রবার দিনের প্রথমার্থের তুলনায় দ্বিতীয়ার্থে বেশি ভালো করেছে। যাতে মনে করা হচ্ছে শনিবার থেকে ছবিটির ব্যবসা বাড়বে।

বিজ্ঞাপন

‘মারদানি টু’র গল্প একজন জাদরেল মহিলা পুলিশ অফিসার ও একজন সিরিয়াল ধর্ষককে কেন্দ্র করে। ছবিতে জাদরেল পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রানী মুখার্জী। অন্যদিকে নবাগত টিভি অভিনেতা ভিশাল জেঠওয়া করছেন ধর্ষকের চরিত্র।

জুমনজি বলিউড মারদানি টু রানী মুখার্জী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর