Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহীদের কাণ্ড!


১২ ডিসেম্বর ২০১৯ ১২:৩৫

শহীদ কাপুর (ছবি: Santabanta)

বছরের সবচেয়ে আলোচিত ছবির নায়ক তিনি। এ নিয়ে কারও কোনও সন্দেহ নেই। আর তা থেকেই শহীদ কাপুর ধারণা করেছিলেন দু-চারটা এওয়ার্ড তার ঝুলিতে আসবে এবার। কিন্তু পুরস্কার না পেয়ে তিনি যে এমন কাণ্ড ঘটাবেন, কে ভেবেছিলো!

পুরস্কার না পেয়ে সম্প্রতি একটি এওয়ার্ড অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান শহীদ।

ভারতীয় গণমাধ্যম এওয়ার্ড অনুষ্ঠানের নাম প্রকাশ না ধরলেও ধারণা করা হচ্ছে জি সিনে এওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। আয়োজকদের সঙ্গে ‘কবীর সিং-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার বিষয়ে কথা হয় শহীদ কাপুরের। সেরকম প্রস্তুতি নিয়েই অনুষ্ঠানে যান শহীদ। সেখানে তার পারফর্মও করার কথা ছিল।

কিন্তু শহীদ নন বোস্তবে পুরস্কার ওঠে রণবীর সিং-এর হাতে। আর তাতেই রেগে বোম শহীদ কাপুর। ক্ষিপ্ত শহীদ কাপুর অনুষ্ঠান থেকেই বেরিয়ে আসেন। পরফর্মও করেননি।
শহীদ চলে আসে মান বাঁচােতে বরুণ ধাওয়ানকে মঞ্চে ওঠায় আয়োজকরা।

এওয়ার্ড কাণ্ড জি সিনে এওয়ার্ড রণবীর সিংহ শহীদ কাপুর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর