Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরুশকা’র দুই বছর


১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৪

বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড স্টার আনুশকা শর্মা। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটির স্মরণে এই যুগল ইন্সটাগ্রামে বিয়ের পরের কিছু ছবি শেয়ার করেছেন ভক্তদের জন্য।

দুজনই ইন্সটাগ্রামে ভালোবাসার বানী লিখে সিক্ত করেছেন একে অন্যকে। যা দেখে উচ্ছ্বসিত ভক্তরাও। আনুশকা শর্মা ভিক্টর হুগোর একটি উদ্ধৃতি শেয়ার করে লিখেন, ‘আরেকজনকে ভালোবাসার মানে হলো ঈশ্বরের মুখ দেখা।’ ভালোবাসার ব্যাপারটি শুধু অনুভূতি নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা জীবনের একটা নির্দেশিকা, পরম সত্যের দিকে যাওয়ার জন্য একটি রাস্তা। এটা পেয়ে আমি ধন্য।’

বিজ্ঞাপন

বিরাট কোহলিও ইন্সটাগ্রামে স্ত্রীর জন্য লিখেছেন প্রেমময় বানী। কোহলি লিখেন, ‘সত্যিকার অর্থে, পৃথিবীতে শুধু ভালোবাসাই আছে, আর কিছু নেই। যখন ঈশ্বর এমন একটি মানুষ আপনার জীবনে দেবেন যাকে দেখে প্রতিদিন আপনার এই কথাটি মনে হবে, তখন আপনার শুধু একটি অনুভূতিই হবে, কৃতজ্ঞতা।’

এদিকে বলিউড বি টাউন বিরাট-আনুশকার বন্ধুরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন শুভেচ্ছা। সুনালী বেন্দ্রে, রাকুল প্রিত, কাজল আগরওয়ালরা দিনের শুরুতেই এই যুগলের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে তাদের শুভকামনা জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেন।

২০১৭ সালের এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। ইতালিতে তাদের বিয়ের অনুষ্ঠানটি ছিল রূপকথার গল্পের মতো।

আনুশকা শর্মা দুই বছর বিয়ে বিরাট কোহলি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর