Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছপাক’কে স্পেশাল বললেন ইমোশনাল দীপিকা


১১ ডিসেম্বর ২০১৯ ১২:৪৮

বাবা যেহেতু গুলজার, তার মেয়ে অন্যদের চেয়ে আলাদা হবেন সেটাই স্বাভাবিক। মেঘনা গুলজার হয়েছেনও তাই। ছবি পরিচালনা করতে এসেছে গঁৎবাঁধা পথে হাঁটেননি। তৈরি করেছেন নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ফলে হাতেগানা ছবি করেও বলিউডে প্রতিষ্ঠা করেছেন শক্ত জায়গা। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘রাজি’ দিয়ে তো এওয়ার্ড থেকে শুরু করে দর্শকের মন সবই জয় করেছেন।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মেঘনার নতুন ছবি ‘ছপাক’। ছবিতে দিল্লীর এসিড আক্রান্ত নারী লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। সেই ছবির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা স্বয়ং। হার না মানা নারী লক্ষ্মী চরিত্রে অভিনয় করলেও ছবির ট্রেইলার দেখে নিজেকে ধরে রাখতে পারেননি দীপিকা। সামলাতে পারেননি আবেগ।

বিজ্ঞাপন

ছবির বিষয়বস্তুর সাথে মিল রেখে ছবির টেইলার লঞ্চ করা হয় বিশ্ব মানবাধিকার দিবসে। অনুষ্ঠানে বসেই দীপিকা প্রথমবারের মতো ছবির ট্রেইলার দেখেন এবং হয়ে পড়েন আবেগপ্রবণ। কান্নাবোজা গলায় দীপিকা বলেন, ‘ বক্স অফিস ফলাফল যা-ই হোক, আমার ক্যারিয়ারের সবচেয়ে স্পেশ্যাল ছবি হয়ে থেকে যাবে ‘ছপাক’। পুরো জার্নিটার সঙ্গে ইমোশনালি ভীষণভাবে জড়িয়ে গিয়েছিলাম।’

ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা বিক্রান্ত মেসি। তিনিও একইরকম মন্তব্য করেন। বলেন, ‘সিনেমায় বিনোদনের মাধ্যমে যে বার্তা দিতে চেষ্টা করেছি আমরা, আশাকরি সেটা সবার কাছে পৌঁছবে এবং এ বিষয়ে সিরিয়াস চর্চা শুরু হবে। যেটা এই সময়ে দাঁড়িয়ে সত্যিই খুব প্রয়োজন।’

এডিস ছপাক দীপিকা পাডুকোন বলিউড মেঘনা গুলজার লক্ষ্মী আগারওয়াল