Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজাজ হারালেন মহেশ ভাট


১০ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৪

মহেশ ভাটের কন্যা শাহীন ভাট তার জীবনের হতাশা ও সংগ্রামের গল্প নিয়ে লিখেছেন বই। সে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে সম্প্রতি। সেখানে তার পুরো পরিবার উপস্থিত ছিলো। আর সে অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্ন শুনে ক্ষেপে যান মহেশ ভাট।

অনুষ্ঠানে সাংবাদিক মহেশ ভাটকে জিজ্ঞেস করেন ‘সমাজে মানিয়ে নেওয়া’ নিয়ে। আর এমন প্রশ্ন শুনেই মহেশ ভাটের রাগ চরমে উঠে যায়। ‘এটার কোন উত্তর নেই, কিছু ভণ্ড আছে যারা উত্তর চায়, কিন্তু কোন উত্তর নেই। তারা এসকল উত্তরকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং সেগুলোকে চাপিয়ে দেয় কিংবা ধর্ম বানায়। এখানে আসলে কোন উত্তর নেই’—মহেশ ভাট সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন।

বিজ্ঞাপন

এসময় মহেশ ভাটকে শান্ত করার চেষ্টা করেন তার কন্যা আলিয়া ভাট। সে খুব ঠাণ্ডা মাথায় বলছিলো ‘পাপা’। কিন্তু মহেশ ভাট শান্ত হচ্ছিলেন না। তখন আলিয়া বলেন, ‘আমি তোমাকে বলেছিলাম এটা ঘটবে।’

আলিয়া ভাট বলিউড মহেশ ভাট শাহীনা ভাট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর