আফ্রিকান সুন্দরীর মাথায় ‘মিস ইউনিভার্স’ মুকুট
৯ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৯ ১৬:৫৩
দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজিবিনি তুনজির মাথায় উঠলো ‘মিস ইউনিভার্স ২০১৯’ এর মুকুট। রবিবার রাতে আটলান্টায় অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্র্যাণ্ড ফিনালেতে জয়লাভের পর তার মাথায় মুকুট পরিয়ে দেন ২০১৮ সালের বিজয়ী ক্যারিয়োনো গ্রেজি।
এবার বিশ্বর ৯০ জন সুন্দরীর মধ্যে মিস ইউনিভার্সের মূল প্রতিযোগীতা হয়। সুমিং স্যুট, গাউন ও অন স্টেজ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সুন্দরীরা। ‘আজকের দিনে তরুণীদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কী শেখাতে চাইবে তুমি?’ এমন প্রশ্ন করা হয়েছিলো তুনজিকে।
তুনজি বলেছেন, লিঙ্গবৈষম্য আর হিংসার বিরুদ্ধে জোরালো লড়াই চালিয়ে যেতে যান তিনি।
তুনজি দক্ষিণ আফ্রিকার সোলোর বাসিন্দা ।
‘মিস ইউনিভার্স’র এবারে আসরে শেষ পাঁচে জায়গা করে নেয় মেক্সিকো, কলম্বিয়া, পুয়ের্তো রিকো, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ফার্স্ট রানার-আপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং তৃতীয় স্থান দখল করেন মেক্সিকোর সুন্দরী।