Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেক্ষার অবসান


৯ ডিসেম্বর ২০১৯ ১৪:০১

অবসান হচ্ছে দীপিকা পাড়ুকোন ভক্তদের অপেক্ষার প্রহর। তাদের প্রিয় নায়িকার ছবি ‘ছাপাক’ এর টিজার আসছে আগামীকাল ১০ ডিসেম্বর। ছবিটির প্রথম লুক পোস্টার প্রকাশের পর থেকেই ভক্তদের অপেক্ষা শুরু। টিজার প্রকাশের খবর দীপিকা নিজেই জানিয়েছেন তার ইনস্টাগ্রাম আইডিতে।

‘ছাপাক’ নির্মিত হয়েছে এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবন নিয়ে। এখানে দীপিকাকে লক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। ছবিটির অন্যতম প্রধান চরিত্রে আছেন বিক্রান্ত মেসি। ছবিটি মুক্তি পাবে আসছে বছরের ১০ জানুয়ারি। একই সময়ে অজয় দেবগানের ‘তানজি’ মুক্তির কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দীপিকা বর্তমানে অভিনয় করছেন কবির খানের ‘৮৩’ নিয়ে। যেটি নির্মিত হচ্ছে ১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয় নিয়ে। রনবীর কাপুরকে তার বিপরীতে দেখা যাবে। তৎকালীন অধিনায়ক কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে। অন্যদিকে দীপিকাকে দেখা যাবে রণবীরের স্ত্রীর ভূমিকায়।

ছাপাক টিজার দীপিকা পাডুকোন বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর