Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিক্রেট এজেন্ট বাপ্পী


৯ ডিসেম্বর ২০১৯ ১২:৪৯

২০১৯ সালে বাপ্পী নিজেকে একের পর এক বদলে ফেলছেন। সেই বদলে ফেলার পথে নতুন আরেকটি ছবির নাম ঘোষণা দিলেন তিনি। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’-এ চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী। নিজের জন্মদিনে নতুন ছবির ঘোষণা দেন ঢাকার ছবির এই নায়ক।

এ বিষয়ে বাপ্পী সারাবাংলাকে বলেন, েআমার জন্মদিন উপলক্ষে গেলো শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেখানেই নতুন ছবির ঘোষণা দেই।’

‘সিক্রেট এজেন্ট’ ছবিতে বাপ্পীর চরিত্র কেমন হবে সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননা তিনি। মজা করেই বলেন, ‘সিক্রেট এজেন্ট’ সিক্রেটই থাকুক না।

ছবিটিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন নবাগত উষ্ণ। তিনি বর্তমানে সাইফ চন্দনের ‘ওস্তাদ’-এ অভিনয় করছেন।

‘সিক্রেট এজেন্ট’ প্রযোজনা করছে উল্লাস কথাচিত্র। ছবিটি নায়ক রাজ রাজ্জাককে উৎসর্গ করা হয়েছে। এ মাসেই শুটিং শুরু হবে।

এদিকে বাপ্পী অভিনীত ‘ঢাকা ২০৪০’র প্রথম অংশের শুটিং শেষ হয়েছে। দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটির বাকি অংশের শুটিং হবে আগামী মাসে।

উষ্ণ ঢাকা-২০৪০ বাপ্পী চৌধুরী সাফি উদ্দিন সাফি সিক্রেট এজেন্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর