কলকাতায় ববির অভিষেক
৮ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১৪:৩২
জয়া আহসান, আরিফিন শুভ, শাকিব খান, জ্যোতিকা জ্যোতির পরে কলকাতায় অভিষেক হয়েছে ববির। জয়দীপ মুখোপাধ্যায়ের ‘রক্তমুখী নীলা’ মুক্তি পেয়েছে শুক্রবার। ববি অভিনীত ছবিটির কলকাতার ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
তবে অভিষেকের দিন কলকাতায় যেতে পারেননি ববি। তিনি জানালেন, ‘আমার বাসায় এই মুহুর্তে বাসা দেখার মত আমি ছাড়া আর কেউ নেই। যার কারণে মুক্তির সময় ওখানে যেতে পারিনি। তবে অনেক ফোন পেয়েছি। সবাই খুব প্রশংসা করছে।’
কলকাতায় বাংলাদেশের জয়া আহসান শক্ত অবস্থান গড়েছেন। আপনারও কি ইচ্ছে আছে?
‘আসলে ওরকম ইচ্ছে আপাতত নেই। তবে সবাই বলছে জয়া আপার পর নাকি আমি দর্শকদের প্রশংসা পেয়েছি। খবরটা শুনে বেশ ভালো লাগছে।’
আপাতত নতুন কোনও ছবিতে অভিনয় করছেন না ববি। মূলত এক মাসের বিশ্রামে অস্ট্রেলিয়া যাবেন তিনি। সেখান থেকে ফিরে নতুন ছবির কাজ শুরু করবেন।