সালমান খান এখন ঢাকায়
৮ ডিসেম্বর ২০১৯ ১০:৪৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১২:৪৫
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় পৌঁছেছেন বলিউড সুপারস্টার সালমান খান। রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে ব্যক্তিগত বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সালমান খানের সঙ্গে এসেছেন বলিউডের আরেক তারকা ক্যাটরিনা কাইফ।
বলিউডের দুই তারকার ঢাকায় পৌঁছানোর খবরটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আশীষ রায় চৌধুরী।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ আসরের।
আরও পড়ুন: জিটিভিতে বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
আর এ আসরটিকে জাঁকজমকপূর্ণ করে তুলতে তারকাবহুল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পারফরম করবেন তারা।
এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগাম, কৈলাশ খের। দেশের তারকাদের মধ্যে থাকবেন মমতাজ এবং নগর বাউল জেমস।
বঙ্গবন্ধু বিপিএল-এর মাঠের লড়াই শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। আসরের প্রতিটি ম্যাচ জিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
টপ নিউজ প্রধানমন্ত্রী বিপিএল বিপিএলের উদ্বোধন শেখ হাসিনা সালমান খান