Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউবে শীর্ষে ধানুশের ‘রাউডি বেবি’


৭ ডিসেম্বর ২০১৯ ১৬:১৭

বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি তামিল তারকা ধানুশ অভিনীত মারি-২ সিনেমাটি। তবে এই ছবির গান ‘রাউডি বেবি’ ৭১ কোটিরও বেশি ভিউজ বা দর্শকপ্রিয়তা পেয়েছে ইউটিউবে । ধানুশ ও দিহির গাওয়া এই গানটি ২০১৯ সালে মোস্ট ট্রেন্ডিং মিউজিক ভিডিও’র শীর্ষে জায়গা করে নিয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।

এবারই প্রথম তামিল কোনো গান ইউটিউবের শীর্ষ দশটি গানের তালিকায় স্থান পেয়েছে। বৈশ্বিকভাবে এটির অবস্থান ৭ম। রাউডি বেবি গানের কম্পোজ করেছেন যুবান শংকর রাজা। কোরিওগ্রাফিতে ছিলেন প্রভুদেবা। গান লিখেছেন ধানুশ নিজেই।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল তামিল অ্যাকশন কমেডি ছবি মারি ২। অভিনয়ে ছিলেন ধানুশ, কৃষ্ণা, থভোনি থমাস, সাই পল্লভীসহ অনেকে। ছবিটির পরিচালনা করেন বালাজি মোহন।

এই তালিকায় আরও আছে ধ্বনি ভানুশালির ‘বাস্তে’, টনি কাক্করের ‘কোকা কোলা’ ও ‘ধীমে ধীমে’, অরিজিৎ সিং এর ‘বে মাহি’। এছাড়া জায়গা পেয়েছে পাঞ্জাবি গান ‘লেহেঙ্গা’ ও ‘কোকা’। এর আগে ধানুশের গাওয়া ‘কোলাবেরি ডি’ শিরোনামের একটি গান সোস্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।

ইউটিউব ধানুশ মারি ২ সবচেয়ে বেশি দেখা গান