Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছর ধরে নাম্বার ওয়ান…


৭ ডিসেম্বর ২০১৯ ১২:১১

আবারও এশিয়ার সেক্সিয়েস্ট পুরুষ হলেন বলিউড স্টার হৃত্বিক রোশান। অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ২০১৯ সালে এশিয়ার সবচেয়ে সেক্সি পুরুষ হিসাবে তাকে বেছে নিয়েছে মানুষ। ব্রিটিশ সংবাদপত্র ‘ইস্টার্ন আই’ এই ভোটের আয়োজন করে।
এ নিয়ে টানা ১০ বছর ধরে এশিয়ার  সেক্সিয়েস্ট পুরুষের খেতাব ধরে রাখলেন হৃত্বিক।

তবে এশিয়ার সেক্সিয়েস্ট ম্যান হওয়াকে কোনও সাফল্য হিসাবে দেখছেন না হৃত্বিক। তার মতে, একজন মানুষ কেমন দেখতে, সেটা দিয়ে কখনও তাকে বিচার করা উচিত বলে মনে করেন না তিনি।

বিজ্ঞাপন

সেক্সিয়েস্ট পুরুষ বাছাইয়ের অনলাইন সমীক্ষায় দ্বিতীয় স্থানে আছেন ‘কবির খান’ এর শহিদ কাপুর। তারপর আছেন একজন টেলিভিশন অভিনেতা ভিভিয়ান দিসেনা। আর চতুর্থ স্থানে আছেন ‘ওয়ার’ ছবিতে হৃত্বিকের সহ অভিনেতা টাইগার শ্রফ। তালিকার পঞ্চম স্থান গেছে ভারতের বাইরে। ব্রিটিশ এশিয়ান পপ স্টার জায়ান মালিক আছেন পঞ্চম স্থানে।

এর আগে চলতি বছরেই একটি মার্কিন সংস্থার অনলাইন সমীক্ষায় বিশ্বের ‘মোস্ট হ্যান্ডসম ম্যান’ এর তালিকায় শীর্ষ স্থান দখল করেছিলেন হৃত্বিক রোশান।

এশিয়া টাইগার শ্রফ বলিউড শহিদ কাপুর সেক্সিয়েস্ট পুরুষ হৃত্বিক রোশান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর