Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অ্যাডভোকেট সুরাজ’-এ হলিউড অভিনেত্রী


৬ ডিসেম্বর ২০১৯ ১৪:২২

হলিউডের ঘোস্ট হাউজ, হার্ড টার্গেট-২, ব্রাইস-৩ সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা গ্রে। তিনি এবার তিনি অভিনয় করবেন বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যাডভোকেট সুরাজ’-এ। পরিচালনা করবেন সি বি জামান।

ছবিটির প্রযোজনা সংস্থা এসএইচকে গ্লোবাল থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।  প্রতিষ্ঠানটির সিইও ইমদাদুল ইসলাম যিকরান বলেন, ‘আমাদের ছবিটিতে বলিউড, হলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পী কাজ করবেন। বর্তমানে ওয়ার্ক পারমিটের কাজ চলছে। হয়ে গেলেই আমরা আনুষ্ঠানিকভাবে সব ঘোষণা দিবো।’

বিজ্ঞাপন

‘অ্যাডভোকেট সুরাজ’ এর নাম ভূমিকায় অভিনয় করবেন শামস হাসান কাদির। তার বিপরীতে থাকবেন বলিউডের পূজা চোপড়া। বলিউডের মাস্টার স্বরূপ এ ছবির কোরিওগ্রাফি করবেন।

ক্যাটরিনা গ্রে একাধারে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও কাহিনিকার। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান  গ্রে ফিল্মস থেকে নির্মাণ করেছেন ‘ডেটাইম নাইটমোর’।

অ্যাডভোকেট সুরাজ ক্যাটরিনা গ্রে সি.বি. জামান সিনেমা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর