Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাম্বার ওয়ান প্রিয়াংকা


৫ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৯:০০

ভারতের সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় তারকাদের নিয়ে করা আইএমডিবির এক তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন প্রিয়াংকা চোপড়া। তার পরের নামটা কিছুটা বিস্ময় জাগানিয়া। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন বর্তমান সময়ে ধীরে ধীরে আলোচনায় উঠে আসা দিশা পাটানি। আইএমডিবিতে প্রতিমাসে ২০ কোটিরও বেশি ভিজিটর ঢুঁ মারেন। এসময় তারা বিভিন্ন তারকাদের পেজ ব্রাউজিং করেন। সেই তথ্য নিয়েই এ তালিকা তৈরি করে আইএমডিবিপ্রো স্টারমিটার র‍্যাঙ্কিং।

বিজ্ঞাপন

আইএমডিবির এ তালিকায় সেইসব তারকাই স্থান পেয়েছেন যারা সারা বছরব্যাপী সাপ্তাহিক আইএমডিবিপ্রো স্টার মিটাররের তালিকায় দেখা যায়।

এছাড়া এ তালিকায় ঋত্বিক রোশন রয়েছেন তৃতীয় স্থানে ও কিয়ারা আদভানি দখল করেছেন চতুর্থ স্থান। সুপারস্টার অক্ষয় কুমার ও সালমান খান রয়েছেন যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। তালিকার সপ্তম স্থানে রয়েছেন আলিয়া ভাট। ক্যাটরিনা কাইফ রয়েছেন অষ্টম স্থানে। তালিকায় নতুন মুখ রাকুল প্রীত সিং ও সভিতা ধুলিপালা রয়েছেন যথাক্রমে নবম ও দশম স্থানে।

আইএমডিবি প্রিয়াঙ্কা চোপড়া বলিউড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর