Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপিকার আগ্রহ


৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৫১

বলিউডের প্রথম নারী সুপারহিরো হতে আগ্রহী দীপিকা পাড়ুকোন। এজন্য ইতোমধ্যে একটি কাহিনিও চূড়ান্ত করেছেন তিনি। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে।

দীপিকা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি সুপারহিরো চরিত্র করার জন্য। সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির জন্য ইতোমধ্যে অনেক প্রযোজক, পরিচালকের সাথে কথাও বলেছি। যদিও এটি প্রাথমিক পর্যায়ে আছে। আমি চাই বলিউডে অ্যাভেঞ্জারের মত সুপারহিরো ছবি হোক।’

বিজ্ঞাপন

সামনে দুটি বড় সিনেমায় দেখা যাবে দীপিকাকে। একটি তার নিজের প্রযোজনায় ছাপাক ও কবির খানের অ্যাম্বিশাস ’৮৩। ‘ছাপাক’ এর গল্প দিল্লির এসিড আক্রান্ত নারী লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে নেওয়া। এখানে তার চরিত্রে নাম মিতালি। তার বিপরীতে আছেন বিক্রান্ত ম্যাসি।
অন্যদিকে কবির খানের ছবিটি ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী ভারত দলকে নিয়ে। এতে তার বিপরীতে আছেন রনবীর সিং। তৎকালীন ভারত দলের অধিনায়ক কপিল দেবের চরিত্র করবেন রনবীর আর স্ত্রীর ভূমিকায় থাকবে দীপিকা।

ছাপাক দীপিকা পাডুকোন বলিউড রণবীর সিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর