Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযোজকদের সিদ্ধান্তহীনতায় আটকা ‘আদি’


৫ ডিসেম্বর ২০১৯ ১৩:৩১ | আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ১৬:২৬

২০১৬ সালের জানুয়ারিতে তানিম রহমান অংশুর ‘আদি’র ফার্স্ট লুক টিজার প্রকাশ পায়। তখন বেশ সাড়া পড়েছিলো টিজারটি নিয়ে। ইতোমধ্যে অংশু পরিচালিত দুটি ছবি মুক্তি পেয়েছে—স্বপ্নবাড়ি ও ন ডরাই। কিন্তু এখনও মুক্তি পায়নি তার প্রথম ছবি ‘আদি’।
ছবিটি কি আদৌ মুক্তি পাবে?

সারাবাংলাকে সম্প্রতি এক আলাপচারিতায় অংশু বলেন, ‘পরিচালক হিসেবে একটা ছবির জন্য যা যা করা লাগে তার সবই আমি করেছি ‘আদি’র জন্য। এক কথায় সব শুটিং, পোস্ট প্রোডাকশন করে দর্শককে দেখানোর উপযুক্ত করে দিয়েছি। এখন বাকিটা প্রযোজকদের দায়িত্ব।’

বিজ্ঞাপন

প্রযোজকরা তাহলে কেন মুক্তি দিচ্ছেন না?
অংশু বলেন, ‘ছবিটির প্রযোজক দুজন। তারা কিছু বিষয় নিয়ে সিদ্ধান্তহীনতায় আছেন। এখন তারা কেন বা কী কারণে সিদ্ধান্ত নিচ্ছেন না তা আমি জানি না।’

‘আদি’তে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘আদি’ রুপে দেখা যাওয়ার কথা এবিএম সুমনকে। আরও আছেন শতাব্দী ওয়াদুদ ও তাসকিন রহমান। ছবিটি প্রযোজনা করেছে ফ্যাটমান ফিল্মস ও দ্য অ্যাড্রেস। এই দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্বে আটকে আছে ছবিটির ভবিষ্যত।

আদি এবিএম সুমন তানিম রহমান অংশু তাসকিন রহমান শতাব্দী ওয়াদুদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর