Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোরদার চরিত্রে আসছেন রণবীর


৪ ডিসেম্বর ২০১৯ ১১:৫৩

ভারতের কিংবদন্তী ক্রিকেটার কপিল দেবের বায়োগ্রাফি ‘৮৩’ অভিনয় করছেন রণবীর সিং। ছবিটিতে কপিল চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে সাধ্যমত সবই করেছেন অভিনেতা। রণবীরের একাগ্রতায় দারুণ খুশি কপিলও।

এবার নতুন খবর। আবারও নিজেকে ভাংগছেন বলিউডের বর্তমান সময়ের এই হিট হট হিরো। এবার জয়েশভাই জোরদার রূপে দেখা যাবে রণবীর সিংহকে। যশ রাজ ফিল্মসের ব্যানারে নতুন পরিচালক দিব্যাঙ্গ ঠক্করের নির্দেশনায় আসছে রণবীরের আগামী ছবি ‘জয়েশভাই জোরদার’। ছবির ফার্স্ট লুকে রণবীরকে দেখা যাচ্ছে এক ছাপোষা গুজরাতি ব্যক্তির বেশে। পেছনে ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন মহিলা।

বিজ্ঞাপন

ফার্স্ট লুকে বেশ ইন্টারেস্টিং ভঙ্গিতে দেখা যাচ্ছে রণবীরকে। বড় পর্দায় এই প্রথম গুজরাতি সাজবেন রণবীর। ছবিতে নিজের চরিত্র নিয়ে রণবীর বেশ উচ্ছ্বসিত। তার কথায়- এ ছবির পরতে পরতে থাকবে হিউমার। সাথে থাকবে নারী ক্ষমতায়নের বার্তা।ছবির নায়িকা হিসেবে শালিনী পাণ্ডের নাম শোনা যাচ্ছে।

রণবীর নিজেই বলছেন এ ধরণের চরিত্র তিনি আগে করেনননি। তাই জয়েশভাই চরিত্রটি তার কাছে এক রকম চ্যালেঞ্জ। নিজেকে ভাঙ্গতে অবশ্য তিনি বরাবরই পটু। পেশোয়া বাজিরাও, আলাউদ্দিন খিলজি, সিম্বা ভালেরাও থেকে গলি বয় মুরাদ— বৈচিত্রের দিক থেকে বারবার চ্যালেঞ্জ নিয়েছেন রণবীর এবং বরাবরই হয়েছেন সফল।
জয়েশভাই জোরদারেও সেই জোর অব্যাহত থাকবে নিশ্চয়ই।

কপিল দেব জয়েশভাই জোরদার বলিউড রণবীর সিং শালীনি পাণ্ডে