Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যাকুলিনের অবাক চাওয়া


৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৫

বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ নাকি প্রথম জীবনে অভিনেত্রীই হতে চাননি। চেয়েছিলেন অন্যকিছু। ভিন্নভাবে নিজের জীবন সাজানোর ইচ্ছে ছিল তার।
কি সেই ইচ্ছে জানেন? তার নাকি ইচ্ছে ছিলো সন্ন্যাসী হওয়ার।

সম্প্রতি নেহা ধুপিয়ার এক টক শোতে এ কথা জানান জ্যাকুলিন। কিন্তু কেন তার ওমন ইচ্ছে হয়েছিলো?
জ্যাকুলিন বলেন, ‘কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি আমি। নানরা আমাদের ক্লাস নিতেন। ওদের লাইফস্টাইল বেশ লাগত আমার। রোজ চার্চে যেতাম। গান গাইতাম। মনে হত আমার আর কোথাও যাওয়ার দরকার নেই।’

বিজ্ঞাপন

হঠাৎ সে চিন্তা থেকে সরে আসার কারণ জানালেন জ্যাকুলিন নিজেই। সহাস্যে বললেন, ‘তখন থেকেই তো ছেলেদের উপর ক্রাশ জন্মাতে লাগলো। আর আমি বুঝে গেলাম সন্ন্যাসী হওয়া আমার কাজ না।’

২০০৯ সালে আলাদিন ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন জ্যাকলিন। এরপর একে একে ‘হাউজফুল’, ‘মার্ডার ২’, ‘রেস ২’ সিনেমা দিয়ে বলিউডে জার্নি পাকা করেন তিনি। বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।

জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউড সিনেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর