Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপারেশন জ্যাকপট’ নিয়ে ‘বিজয়’


২ ডিসেম্বর ২০১৯ ১৩:৪৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১৩:৫৮

অপারেশন জ্যাকপট স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এ অপারেশন ১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়।

মুক্তিযোদ্ধাদের দুঃসাহসী এই অভিযান নিয়ে নির্মিত হয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘বিজয়’। এটি নির্মাণ করেছে টেকনো ম্যাজিক প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবুল কাশেম সারাবাংলাকে বলেন, ‘আমরা গত তিন মাস ধরে এটি নির্মাণ করেছি। এর দৈর্ঘ্য সাড়ে পাঁচ মিনিট। মূল অ্যানিমেশনের কাজ শেষ। বর্তমানে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে।’

বিজ্ঞাপন

চলচ্চিত্রটি এ বিজয় দিবসে উন্মুক্ত করা হবে বলে নির্মাতা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

অপারেশন জ্যাকপট সিনেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর