নিকিয়াঙ্কার এক বছর
১ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১০:৫০
তারকা দম্পতি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের বিবাহ বার্ষিকী ছিলো আজ রবিবার। গত বছরের আজকের দিনে তারা বিয়ে করেন।
বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ঘনিষ্ঠ ছবি শেয়ার করে হয়েছেন আলোচিত। তারা দুজন বিভিন্ন জায়গায় একসাথে ঘুরে বেড়িয়েছেন, করেছেন ভিডিও, তুলেছেন ছবি।
২০১৮ সালের ডিসেম্বরে রাজস্থানের উমেদ ভবনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেই বিয়ে রূপকথার চেয়ে কোনো অংশে কম ছিল না। তিনদিন ধরে অনুষ্ঠিত হয়েছিলো অনুষ্ঠান। তাদের বিয়ের পড়ানো হয় হিন্দু ও খ্রিস্টান রীতিতে।
এদিকে বিয়েবার্ষিকীর আগে প্রিয়াঙ্কা স্বামীকে একটি জার্মান শেফার্ড কুকুর উপহার দেন। জিনো দি জার্মান নামের কুকুরটির একটি ইনস্টাগ্রাম আইডিও রয়েছে।