Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেটফ্লিক্সে ‘ইতি তোমারই ঢাকা’


১ ডিসেম্বর ২০১৯ ১৪:০১

বাংলাদেশের প্রথম এন্থোলজিক্যাল চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবার চলবে নেটফ্লিক্সে। বিশ্বের অন্যতম সেরা ভিডিও স্ট্রিমিং সাইটটি সম্প্রতি ছবিটি কিনে নিয়েছে বলে জানিয়েছেন  ‘ইতি তোমারই ঢাকা’র ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন।

ইমন সারাবাংলাকে বলেন, ‘নেটফ্লিক্সের সাথে আমাদের কথাবার্তা চূড়ান্ত। কবে থেকে দেখা যাবে তা আমরা খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানাবো।’

ছবিটি বেশ মোটা অংকে নেটফ্লিক্সে বিক্রি হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। তবে এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি আবু শাহেদ ইমন।

১১ জন নির্মাতা ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে বানিয়েছেন ‘ইতি, তোমারই ঢাকা’। এ শহরের তরুণ-তরুণীরা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছে নানামুখী সংকটের। এ গুলোগুলোই উঠে এসেছে ছবিটিতে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, রওনক হাসান, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, সুমি, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ অর্ধশতাধিক অভিনয়শিল্পী।

‘ইতি তোমারই ঢাকা’ নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি বিশ্বের ২৫ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।

আবু শাহেদ ইমন ইতি তোমারই ঢাকা ইমপ্রেস টেলিফিল্ম নেটফ্লিক্স

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর