পশ্চিমবঙ্গে মুক্তি পেল ‘একটি সিনেমার গল্প’
২৯ নভেম্বর ২০১৯ ১৩:২৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ১৬:১৪
পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রফতানিকৃত বাংলাদেশি সিনেমা একটি সিনেমার গল্প। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সেখানকার১৭টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি।
পশ্চিমবঙ্গে বাংলাদেশি সিনেমা মুক্তির খবরটি আশাজাগানিয়া না হলেও মন্দের ভালো বলা যায়। এর আগে বেশ কয়েকটি বাংলাদেশি সিনেমা পশ্চিমবঙ্গে রফতানি করা হলেও সেসবগুলো আলোর মুখ দেখেনি।
সিনেমার সাথে জড়িত মানুষের জীবনের আলোকে একটি সিনেমার গল্প নির্মাণ করেছেন আলমগীর। ছবিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ ও চম্পা। পশ্চিমবঙ্গে ছবিটি আমদানি করেছেন বাজরাঙ লাল আগারওয়াল।