আড়াই ঘণ্টা পর্যবেক্ষণে মাহফুজুর রহমান খান
২৮ নভেম্বর ২০১৯ ১৬:১৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১৬:২৮
মারা যাননি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসধীন মাহফুজুর রহমান খান মারা গেছেন— এমন গুজব ছড়িয়ে পরলেও হাসপাতালে অবস্থানরত তার ভাতিজা সাদাতুর রহমান খান জানিয়েছেন, তিনি এখনো হাত-পা নাড়ছেন, সাড়াও দিচ্ছেন।
একই কথা জানিয়েছেন সেখানে অবস্থানরত চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ ও বদিউল আলম খোকন। কিরণ জানান, তিনি পা নাড়িয়েছেন। তার মানে তার অনুভূতি আছে। তবে চিকিৎসক বলেছেন অবস্থা সংকটাপন্ন।
বদিউল আলম খোকনও একই কথা জানিয়ে বলেন, মাহফুজ হাত ও মাথা নাড়িয়েছেন। মাথা ঘুরিয়ে তাকিয়ে মুশফিকুর রহমান গুলজারকে ডেকেছেন। চিকিৎসক তাকে আড়াই ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন।
এর আগে গত ২৬ নভেম্বর রাত দশটার দিকে খাবার খেতে গিয়ে ফুসফুসে খাবার ঢুকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে নিয়ে যান। তারপর থেকে সেখানেই লাইফ সাপোর্টে আছেন তিনি।
মাহফুজুর রহমান খান চিত্রগ্রাহক হিসেবে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছেন।