Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখের নতুন ছবি


২৮ নভেম্বর ২০১৯ ১৪:৫৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১৫:৪০

বলিউড বক্স অফিসে শাহরুখ খানের ব্যর্থতা নিয়ে কানাঘুষা কম হচ্ছে না। কেউ কেউ বলছেন, বলিউড বাদশার জামানা শেষ। আবার অনেকে বলছেন, আবারও শাহরুখ খান স্বমেজাজে ফিরবেন।

শাহরুখ খান অভিনীত শেষ ছবি ‘জিরো’ মুক্তি পেয়েছে ঠিক এক বছর আগে। এরপর বেশ কয়েকটি সিনেমায় শাহরুখের অভিনয় করার খবর চাউর হয়েছে। এরমধ্যে দুটি সিনেমার খবর মোটামুটি সত্য। তারমধ্যে একটি ছবির পরিচালক আতলি কুমার, অন্যটির পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এই ছবি দুটির খবরই নিশ্চিত করেছিল বলিউড হাঙ্গামা।

বিজ্ঞাপন

গণমাধ্যমটি আবারও জানাচ্ছে, আরও একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। রাজ-ডিকে পরিচালকদ্বয়ের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জানা গেছে, ছবির চূড়ান্ত চিত্রনাট্য ও অভিনেত্রী বাছাইয়ের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। মুক্তি পাবে ২০২১ সালে।

রাজ-ডিকে পরিচালকদ্বয়। ছবি: সংগৃহীত

রাজ-ডিকে পরিচালকদ্বয়। ছবি: সংগৃহীত

রাজ-ডিকে মূলত যুক্তরাষ্ট্রের পরিচালক। বলিউডে তাদের প্রথম ছবি ‘৯৯’ মুক্তি পায় ২০০৯ সালে। পরবর্তীতে তারা ‘শর ইন দ্য সিটি’ ও ‘গো গোয়া গন’ ছবি দুটি পরিচালনা করেন।

এছাড়া তারা গেল বছরের ব্যবসাসফল ছবি ‘স্ত্রী’র লেখক ও প্রযোজক ছিলেন। এর বাইরে চলতি বছর ‘ফ্যামেলি ম্যান’ নামে একটি ওয়েব সিরিজ পরিচালনা করেন। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ি।

রাজ-ডিকে শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর